বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকা- ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের সাথে সাক্ষাৎকালে এ উদ্বেগের কথা তুলে ধরেন।
রোববার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বিদ্যমান আইনের সংশোধন করে মৃত্যুদ-ের বিধান হ্রাস এবং সিভিল সোসাইটিকে অবাধে ও বাধা-বিঘœহীন কাজ করতে সুযোগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। তিনি বলেন, বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকা-ের অভিযোগ পাবার পর পরই সরকার তা তদন্ত করে দেখছে।