নাটোরের সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবি পাড়ায় ভোট কেন্দ্রে বিএনপি মনোনিত প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্বপালন করার অপরাধে (?)
আলতাব হোসেন নামের (কাঠ মিস্ত্রি) এক বিএনপি কর্মীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
এ সময় এজেন্ট আলতাব হোসেনকে না পেয়ে আওয়ামী লীগ কর্মীরা তার কিশোরী মেয়ে সুইটি খাতুন (১৭) এর উপর অমানবিক নির্যাতন চালায়।
এ রিপোর্ট লেখার সময় এ ব্যাপারে সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় বিএনপি কর্মী আলতাব হোসেনকে তার বাড়িতে না পেয়ে ৩টি ঘরে ও একটি মুদি দোকানে সম্পূর্ণ ভাংচুর ও লুটপাট চালায় একই এলাকার আওয়ামী লীগ ক্যাডার শামিম, আসাদ ও তাদের বাহিনী।
এসময় পিতাকে না পেয়ে মেয়ে সুইটি খাতুনের উপর অমানবিক নির্যাতন চালায় আওয়ামী লীগ কর্মীরা।
শনিবার দুপুর ১টায় সিংড়া বাজার এলাকার একটি রাস্তায় ওই নির্যাতিত পরিবারের ৬ জন সদস্যকে অসহায় অবস্থায় ঘুরতে দেখে স্থানীয় সাংবাদিকরা তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ছে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ সময় গৃহকর্তা আলতাব হোসেন জানান, বিএনপি মনোনিত প্রার্থীর এজেন্ট থাকার অপরাধে গত রাত থেকে পরিবার পরিজনদের নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
তিনি তার নির্যাতিত মেয়ের সুচিকিৎসা ও জীবনের নিরাপত্তায় জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থার কাছে সহযোগিতা চান। হামলাকারীরা তার প্রায় ৩লাখ টাকা ক্ষতি করেছেঁ বলেও তিনি জানান।
সিংড়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ জানান, তার এজেন্ট থাকার অপরাধে একটি অসহায় পরিবারের উপর অন্যায় ভাবে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।