ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

0
212
Print Friendly, PDF & Email

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষককের নাম আলাউদ্দিন আল আজাদ।

সে এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর সূর্য্য তরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ সূত্র জানান, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ দীর্ঘদিন ধরে নানাভাবে উক্তত্য ও যৌন হয়রানীর চেষ্টা করে আসছিল।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি জোর করে ওই ছাত্রীকে যৌন হয়রানীর চেষ্টা করে। এ প্রেক্ষিতে ছাত্রীর পিতা শনিবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি জানাজানি করা হলে ছাত্রীকে এসএসসি পরীক্ষায় ফেল করানো হবে বলে লিখিত অভিযোগে ওই ছাত্রীর পিতা উল্লেখ করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামর কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন