টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

0
117
Print Friendly, PDF & Email

এশিয়া কাপ ক্রিকেট ও টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় ও দর্শক-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

আজ রবিবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

খেলায় বাড়তি নিরাপত্তা দিতে নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হবে না। আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, এই বিশাল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই হবে ডিএমপির মূল চ্যালেঞ্জ। কারণ হিসেবে তিনি বলেন, এবার ছেলেদের পাশাপাশি মেয়েদেরও টি২০ বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, অতীতে আমরা বিশ্বকাপ আয়োজন করেছি। সে সব অভিজ্ঞতার আলোকে আমরা খেলাকেন্দ্রিক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। এ জন্য আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আর্ন্তজাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেব।

এছাড়াও বিশ্বকাপের সাথে যারা জড়িত এবং দেশি বিদেশি দর্শক সমর্থকদের কাছ থেকেও তিনি সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ার করুন