এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে নেই তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে যোগ হয়েছে অলরাউন্ডার জিয়াউর রহমান ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের নাম। এছাড়া চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও ফিরছেন দলে।
অনুশীলনের সময় পাওয়া ঘাড়ের ব্যথা না সারায় তামিমকে দলে নেয়া হয়নি। আর ফর্ম না থাকায় বাদ পড়েছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দল থেকে ছিটকে পড়েছেন পেসার শফিউল ইসলামও।
বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সাত নম্বর অবস্থানটি খুব গুরুত্বপূর্ণ, তাই জিয়াউর রহমানকে দলে আনা হয়েছে। সে ভালো ফর্মে রয়েছে এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছে।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও সাকিব আল হাসান।
উল্লেখ্য, অশোভন আচরণের জন্য সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এজন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ তিনি খেলতে পারবেন না।