দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন আগামী ২৯ মার্চ নির্ধারণ করে আজ রোববার তফসিল দেয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসি প্রাথমিকভাবে ৪ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন, ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করেছে।
সংসদ নির্বাচনের পর গত ৯ ফেব্রুয়ারি ইসির চাহিদামত নির্বাচিত দলগুলো নিজেদের সংসদ সদস্যদের তালিকা, মহিলা আসন নিয়ে জোট, দল এবং স্বতন্ত্র অবস্থান নির্বাচন কমিশনকে জানায়। তথ্য অনুযায়ী আওয়ামী লীগ পাঁচটি দল নিয়ে জোট করে। জাতীয় পার্টি একক এবং স্বতন্ত্র ১৬ জন সংসদ সদস্য একটি জোট করে।
সংসদের নির্বাচিত আসন অনুযায়ী আওয়ামী লীগ ৪১টি, জাতীয় পার্টি ৬টি এবং স্বতন্ত্র জোট ৩টি মহিলা আসন পাবে বলে ইসি সূত্র জানিয়েছে।