বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “যে ট্রেনে দেশের জনগণ ওঠে না, সে ট্রেনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও ওঠেন না, আর তা আবারো প্রমাণিত হল উপজেলা নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে।”
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে খন্দকার মোশারফ বলেন, সরকার একদলীয় ও ‘৭৫-এর মত বাকশাল কায়েমে ব্যস্ত । দেশে বাকশাল কায়েম করার জন্য যা যা করার দরকার, তা-ই করছে এ সরকার।
তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমানই বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। এখন আবারো সেই একই ধারা চলছে। তবে জিয়াউর রহমানের ধারা অব্যাহত রেখে বিএনপিই খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্রকে মুক্ত করবে।
সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।