বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার সমান দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য রয়েছে উল্লেখ করে বলেন, সাফল্য ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ ধারাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।