বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইনুর মুখে বড় বড় কথা মানাই না। তিনি নিজের উপজেলাতেই জামায়াত প্রার্থীকে ঠেকাতে পারেননি।’
জনগণ জামায়াতকে কেন ভোট দিয়েছে তা তারাই ভালো জানে। আর সরকারের জনপ্রিয়তা কমেছে কিনা তা ব্যাপক গবেষণার বিষয়- তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এ বক্তব্যের জবাবে মোশাররফ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন অস্বাভাবিক সরকার দেশ চালাচ্ছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পাকিস্তানের ফ্যাসিস্ট গোষ্ঠী যেভাবে আমাদের অধিকার ক্ষুণ্ন করেছিল, একইভাবে বর্তমান সরকারও জনগণের অধিকার ক্ষুণ্ন করছে।
কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারীরা দেশের গণতন্ত্র হত্যা করেছে দাবি করে তিনি বলেন, ৫ জানুয়ারি ভোটের আগেই ১৫৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করে সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। এ নির্বাচন দেশ-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হয়নি।
মোশাররফ বলেন, দেশে মানবাধিকার এখন ভু-লুণ্ঠিত। চরম ক্রান্তিকাল অতিক্রম করছে জনগণ। সত্য কথা বললেই তাকে হত্যা, গুম অথবা গ্রেপ্তার হতে হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতে বিএনপি গণতন্ত্রকে রক্ষা করেছিল। এখনো দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই ভূমিকা রাখবে।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যকে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘তার উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। অথচ তিনি বড় বড় কথা বলে বেড়ান। জনগণ কেন জামায়াতকে ভোট দিয়েছে তা ব্যাপক গবেষণা করে বলতে হবে। এসব কথা উনার মুখে মানাই না।’
‘অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজক জাসাস।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ, সহ-সভাপতি বদিউল ইসলাম রকি, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, আবু সালেহ প্রমুখ বক্তৃতা করেন।