ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অধিকতর সুসম্পর্ক স্থাপনের একটি বিশাল সম্ভাবনা রয়েছে। আমি নিজে সে সম্পর্ক তৈরির জন্য কাজ করছি।’
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ‘ইউএস সোসাইটি অ্যান্ড কালচার’ শীর্ষক দুই দিনব্যাপী কলেজ শিক্ষকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মজীনা এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ ও আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন কলেজের ৩৫ জন শিক্ষক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
মজীনা বলেন, ‘এ ধরনের কর্মশালার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যাবে। আমরা সব সময় এ ধরনের উদ্যোগকে সহায়তা দিয়ে থাকি। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভালো অংশীদার হতে পারে।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জন এফ কেনেডি সমর্থন দিয়েছিলেন। স্বাধীনতাসংগ্রামে তার অবদানের কথা মনে করে বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র টিকফা চুক্তি করেছে। তিনি আশা করেন, অচিরেই যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যকে বিশেষ সুবিধা দেবে। দুই দেশের সম্পর্ক আরো গভীরতর হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমেদ এ জামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. ইফতিখার ইকবাল ও ড. ফখরুল আলম প্রমুখ কর্মশালায় বক্তব্য দেন।