বিএনপিতে ফসলের চেয়ে জঙ্গল বেশি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান।
শনিবার দুপুরে অমর একুশে ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে মনির খান বলেন, বিএনপিতে ফসলের চেয়ে জঙ্গল বেশিহয়ে গেছে। যখনই আমরা আন্দোলন করতে যাই তখনই নেতৃবৃন্দ বলেন জাসাস সাংস্কৃতিক সংগঠন, তারা কী আন্দোলন করবে।
কিন্তু অতীতে আন্দোলন সংগ্রামে আমরা সফলতা পেয়েছি। আপনারা কর্মসূচি ঘোষণা করুন, প্রমাণ করে দেব যে আমরা আন্দোলন করতে পারি। আমাদের অনেক নেতাকর্মীও কারা নির্যাতিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংবিধানের নামেগণতন্ত্রকে টুঁটি ধরে হত্যা করে দেশে আজ শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করা
হয়েছে। তার প্রমাণ ৫ জানুয়ারির তামাশা ও প্রহসনের নির্বাচন।
তিনি বলেন, প্রহসনের নির্বাচন করে অনির্বাচিত সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হচ্ছে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, একুশের অর্থ হলো মাথা উঁচু করে দাঁড়ানো,
ন্যায় সংগ্রামের পথে থাকা, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এ দেশের মানুষের অধিকার আদায়ের পথ। এ পথ ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, আজ একুশের অর্থ পালন করা হচ্ছে না। নিজেদের মধ্যে আত্মজিজ্ঞাসার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে অধিকার
থেকে বঞ্চিত। বাংলাদেশে অপসংস্কৃতি আঘাত হানছে। সকল ক্ষেত্রে অপসংস্কৃতির আগ্রাসন চলছে। তাই একুশের চেতনাকে উজ্জীবিত করতে হবে।
তিনি আরও বলেন, কয়েক মাসে যে হত্যা হয়েছে তা নজিরবিহীন। দেশবিদেশে বিনিয়োগ বন্ধ হয়েছে। সীমান্ত অরক্ষিত। অনির্বাচিত হয়েও তারা আজ নিজেদের সংসদ সদস্য দাবি করছে। অনির্বাচিত মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে যা সংবিধান সম্মত নয়।
নির্বাচনের ট্রেন বিষয়ে তিনি বলেন, ট্রেনে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে উঠতে চেয়েছিলাম। যে ট্রেনে দেশের মানুষ ওঠেনি সেই
ট্রেনে বেগম খালেদা জিয়া কখনো উঠবেন না।আমাদের সমর্থকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে ৬৬ শতাংশ ভোট। অথচ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে মাত্র ৫ ভাগ মানুষ।
উপজেলা নির্বাচনে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর একটি বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ওনার নির্বাচনী এলাকায় জামায়াতের নেতা নির্বাচিত হয়েছে।
জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাসাসের সাবেক সভাপতি কবি আল মাহমুদ বলেন,আমাদের সংস্কৃতির সংগ্রাম সবাই জানেন। আমাদের ভাষা, সংস্কৃতি ঐতিহ্যগত টিকিয়ে রাখতে সংগ্রাম লড়াই করেছিলাম।
এ সময় তিনি সংস্কৃতি ধরে রাখার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আবু সালেহ,রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া শিশির প্রমুখ।