বগুড়ার আদমদীঘিতে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী (১৮) এক তরুণীকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রেজাউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। রেজাউল ইসলাম আদমদীঘির কাশিমালা গ্রামের বাসিন্দা।