ঠাকুরগাঁওয়ে বাংলাদেশির হাত পা ভেঙ্গে দিয়েছে বিএসএফ

0
325
Print Friendly, PDF & Email

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে আলমগীর (১৮) নামে এক বাংলাদেশি যুবককে নির্মম নির্যাতন করে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে বিএসএফ। শনিবার ভোর ৫ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর উপজেলার রত্নাই এলাকার মরাধার গ্রামের বাহাস আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, মন্ডুমালা সীমান্তের ৩৮২ সাব পিলার ৪-৫ এর মাঝামাঝি থেকে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে আলমগীর। সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে নির্মমভাবে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে অচেতন অবস্থায় জিরো লাইনে ফেলে রেখে যায়। সকাল ৭ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। ৩০ বিজিবি’র ঠাকুরগাঁও ব্যাটেলিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফ’র কাছে পত্র প্রেরণ করা হবে।

শেয়ার করুন