ফ্রান্সে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ফ্রান্স বিকশিত নারী সংঘের কর্মীরা।
শুক্রবার প্যারিসের আইফেল টাওয়ার পাদদেশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্রান্স বিকশিত নারী সংঘের হাতে নির্যাতনের শিকার হন বাংলার আলো ফটো সাংবাদিক ফরিদ আহমাদ (রনি)। এছাড়া হুমকি দেওয়া হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের পোহাতে হচ্ছে নানান রকম ঝামেলা।