উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবী, জনগণ কি ভাবে দেখুন

0
136
Print Friendly, PDF & Email

উপজেলা নির্বাচনের মতো আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে বিএনপির কাছে এভাবে পরাজিত হত। এছাড়া উপজেলা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালিত হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা আরো বেশি ভোট পেতেন। শুক্রবার একুশে টেলিভিশনের ‘জনতার কথা’ অনুষ্ঠানে সাধারণ মানুষেরা এসব কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কনক সরওয়ার। একজন পথচারী বলেন, সরকার প্রশাসনকে দিয়ে ড়্গমতা ছিনিয়ে নিয়েছে। তারা জনগণের ভোটের মাধ্যমে ড়্গমতায় আসেনি। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে সরকারি দল প্রভাব বিস্তôার করেছে। এই নির্বাচন যদি সুষ্ঠু হত তাহলে বিএনপি সমর্থিত প্রার্থীরা আরো বেশি ভোট পেতেন। আরেকজন বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচনে যে কয়টিতে জয়লাভ করেছে, জাতীয় নির্বাচনে এর চেয়ে বেশি জয়লাভ করত। অনেকের অভিমত, সরকারি দল বিএনপিকে সংলাপের কথা বলেছে। অপরদিকে বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই রকম অবস্থা তৈরি করে রেখেছে। সরকার জাতীয় নির্বাচনের মতো তাড়াতাড়ি উপজেলা নির্বাচন দিয়েছে। হয়ত ভেবেছে- জাতীয় নির্বাচন যেভাবে করা হয়েছে, উপজেলা নির্বাচনও সেই ভাবে করবে।

শেয়ার করুন