যারা মুক্তিযুদ্ধ মানবে না তারা বাংলাদেশে থাকতে পারবে না : তথ্যমন্ত্রী

0
191
Print Friendly, PDF & Email

কক্সবাজারে ঘুড়ি উৎসবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের মুক্তিযুদ্ধকে মানতে হবে। যারা মুক্তিযুদ্ধকে মানবে না তারা বাংলাদেশে থাকতে পারবে না। ঘুড়ির মতো আকাশে উড়ে উড়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত ‘ঘুড়ি উৎসব’ উদ্বোধন করে শুক্রবার বিকালে তিনি একথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, ঘুড়ির যেমন নির্দিষ্ট জাত, রঙ ও বরণ নেই তেমনি এ দেশে সাম্প্রদায়িকতা বলতে কিছুই থাকতে দেওয়া হবে না। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের। আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে।

তিনি বলেন, ঘুড়ি যতই আকাশে উড়ার চেষ্টা করুক না কেন তা কোনোকালের জন্যই আকাশের সীমানা অতিক্রম করতে পারে না। একইভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকাররা যতই চেষ্টা করুক না কেন তারা কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঢাকতে পারবে না। বরং রাজাকারদের দেশ ছাড়তে হবে।

হাসানুল হক ইনু বলেন, এ উৎসব কারো একা নয়। এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান, বালক বালিকা সকলের। এ ‘ঘুড়ি উৎসব’ সকলের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরণকারী শক্তি হিসেবে পরিণত হোক।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্টদূত লি জুন ও কক্সবাজার জেলা শাসক মু. রুহুল আমিন।

শেয়ার করুন