স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ পাঁচ বছরের জন্য এ সরকারকে ভোট দিয়েছে। সারা দুনিয়া এ সরকারকে সমর্থন দিয়েছে।
তাই বর্তমান সরকার পাঁচ বছরই দায়িত্ব পালন করবে বলে জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
সিরাজগঞ্জের কাজীপুরে শুক্রবার বিকেলে তাকে দেয়া স্মরণকালের বৃহত্তম গণসংবর্ধনায় তিনি এ সব কথা বলেন।
নাসিম বলেন, বেগম খালেদা জিয়া যতই বড় বড় কথা বলুক না কেন, প্রমাণিত যে মুষ্টিমেয় কিছু হতাশ ও জনসমর্থনহীন ব্যক্তি ছাড়া তার সঙ্গে আর কেউ নেই।
তিনি বলেন, বিগত মহাজোট সরকারের সময় বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ খুন আর যানবাহনসহ দেশের সম্পদ ধ্বংস করে কী অর্জন করেছেন তা তিনিই (খালেদা জিয়া) ভালো জানেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার সঙ্গে এটিও প্রমাণিত হয়েছে যে ওই ঘটনায় বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃত্ব জড়িত ছিলেন।
এ সময় বিএনপিকে হিংসা-বিদ্বেষ ও সন্ত্রাসের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে জনগণের দ্বারা নির্বাচিত বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীর উদ্দেশে নাসিম বলেন, ‘দলের ক্ষতি হয় এমন কিছু করলে তা কঠোর হস্তে দমন করা হবে। আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, দুর্নীতি ও দলবাজি করলে কোনো ছাড় দেয়া হবে না।’
‘তবে মনে রাখতে হবে জামায়াত-বিএনপি মাথাচাড়া দিয়ে উঠলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মেনে নেয়া হবে না’ যোগ করেন তিনি।
বিএনপি নাশকতা বর্জন এবং জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারলে ভবিষ্যতে তাদের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকা’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য্য, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে তিনি কাজিপুরের উদ্দেশে রওনা দেন নাসিম। পথে খোকসাবাড়ির পলিটেকনিক ইনস্টিটিউট মোড়, খোকসাবাড়ি হাসপাতাল মোড়, ছোনগাছা বাজার, পিপুলবাড়িয়া বাজার ও সীমান্তবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোহাম্মদ নাসিমকে গণসংবর্ধনা দেন।
এ সময় পিপুল বাড়িয়া বাজারে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতি ও শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ নাসিম।