৬৮০ টাকার বিল হয়ে গেল ২২০

0
110
Print Friendly, PDF & Email

৬৮০ টাকার বিল ভোক্তা অধিকারের উপসচিবের হস্তক্ষেপে হয়ে গেলো ২২০ টাকা! এভাবেই শুক্রবার ছুটির দিনে মেলার মাঠে সক্রিয় হয়ে উঠেছে ভোক্তা অধিকার। দর্শণার্থীদের অভিযোগগুলো আমলে নিয়ে চলছে তাদের সাঁড়াশি অভিযোন। দোকানে দোকানে গিয়ে কর্মকর্তারা শুনছেন দর্শণার্থীদের অভিযোগ।

শুক্রবার বিকেলে রবিউল ইসলাম বাবলু খেতে বসেন বাণিজ্য মেলার ‘বিজয় শাহ বিরিয়ানী’তে। দু’টি বার্গার আর আধা লিটার পানি খেয়ে তার বিল হয় ৬৮০ টাকা। বিল দেখেতো বাবলুর চোখ কপালে। পরে তিনি মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে অভিযোগ করেন।

এসময় ইপিবিতে উপস্থিত ছিলেন ভোক্তা অভিকার সংরক্ষণের ঢাকা কার্যালয়ের উপসচিব শাহ আলম। সব কিছু দেখে উনি নিজেই অভিযানে নামেন। প্রথমেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে যান বিজয় শাহ বিরিয়ানীতে। কথা বলেন স্টলটিতে কর্তব্যরতদের সঙ্গে।

এসময় স্টলে উপস্থিত ছিলেন মালিক হুমায়ন কবির। তার কাছে বাড়তি বিল নেয়ার ব্যাখ্যা চাইলে তিনি বলেন, ‘আমি এর কিছুই জানি না। যে বয় বিল করেছে সে সব জানে। তবে সে এখন দোকানে নেই।’ বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর অবশেষে হুমায়ন কবির বিলের অতিরিক্ত টাকা ক্রেতাকে ফিরিয়ে দেন।

৬৮০ টাকার বিল উপসচিবের উপস্থিতিতে হয়ে যায় ২২০ টাকা! এসময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে ‘বিজয় শাহ বিরিয়ানী’কে শেষবারেরমতো সতর্ক করে দেয়া হয়।

শেয়ার করুন