ফেসবুকে আপনি কত সময় নষ্ট করেছেন, জেনে নিন ঝটপট

0
175
Print Friendly, PDF & Email

৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে ফেসবুকের জন্মদিন। সে হিসাবে ১০ বছর পূর্ণ করে ১১তে পা দিচ্ছে ফেসবুক। মার্ক জুকরবার্গ ও তাঁর বন্ধুদের এ উদ্যোগ এখন ছড়িয়েছে সবখানে। এক দশকে ফেসবুকের ইউজার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.১ বিলিয়ন। বলতে গেলে ফেসবুক আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে। এখানেই কেটে যাচ্ছে দিনের অনেকটা সময়। আপনি কি জানেন এই দশ বছরে ঠিক কতখানি সময় আপনি দিয়েছেন ফেসবুকে? কোনো ধারণা আছে?
ফেসবুকে ব্যয় করা সময়ের হিসাব বের করার জন্য TIME ক্যালকুলেটর বানিয়েছে টাইম ম্যাগাজিন। এর সাহায্যে খুব সহজেই আপনি সেই সময়ের হিসেব পেতে পারেন এইভাবে :
১. ফেসবুকে লগ ইন করে নিচের উইন্ডোতে NEXT ক্লিক করুন।
২. নতুন খোলা ফেসবুক উইন্ডোতে OK ক্লিক করুন।
৩. আপনার কাটানো সময়ের হিসেব পেতে START ক্লিক করুন।

শেয়ার করুন