সরকারি সনদ নেব না, নেব না : শফী

0
78
Print Friendly, PDF & Email

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় সরকারের শিক্ষা সনদ দেওয়ার প্রসঙ্গে বলেছেন, “সরকারি এই সনদ আমরা নেব না, নেব না।”

তিনি বলেন, “আলেম-ওলামাদের দাবি-দাওয়া না মেনে এমন সনদ কোনো কাজে আসবে না। সনদ ছাড়া হক্কানী ওলামাদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, তা রাজা বাদশার চেয়েও বড় মর্যাদার।”

শুক্রবার বাদ জুমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আহমদ শফী বলেন, “ঈমান-আক্বীদা ও ইসলামের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ওলামাদের চলমান নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনে আমাদের বহুমুখি অর্জন রয়েছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদি শক্তির কাছে আমাদের জোরালো অবস্থান। এই বার্তা তাদের কাছে পৌঁছাতে পেরেছি।”

মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইদ্রিস।
এসময় অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা সেলিম উল্লাহ।

শেয়ার করুন