আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব-ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
প্রথম পর্ব শেষ হওয়ার চারদিন পর পুনরায় শুরু হওয়া ইজতেমার মাঠকে ভাগ করা হয়েছে ৩৮টি খিত্তায়।ইতোমধ্যে দেশের ৩৩টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে শুরু করেছেন।
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আগামী ২ ফেব্রুয়ারি ইজতেমার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।