বিএনপি নেতার সংবর্ধনা নিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

0
121
Print Friendly, PDF & Email

রাজধানীর বিতর্কিত বিএনপি নেতা ছাদিকুর রহমান হিরুর দেয়া সংবর্ধনা গ্রহণ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার রাতে নাখালপাড়া যুব কল্যাণ সংঘের নামে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

ছাদিকুর রহমান হিরু নাখালপাড়া যুব কল্যাণ সংঘের নামে ওই সংবর্ধনার আয়োজন করেন। তিনি ওই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা।

তিনি ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিক পরিষদের বর্তমান সভাপতি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় নাখালপাড়া রেলগেট শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ দেয়ার কথা থাকলেও তিনি আসেন রাত ৮টার দিকে।

এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, ছাদিকুর রহমান হিরু ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এই ওয়ার্ডের বিএনপি তার নিয়ন্ত্রণে। হিরু একই সঙ্গে মহাখালী বাস টার্মিনালের মালিক শ্রমিক পরিষদের সভাপতি। তার নিয়ন্ত্রণে টার্মিনালে চাঁদাবাজি চলে। হিরু নাখালপাড়া যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা। মূলত এই সংগঠনের নাম ব্যবহার করেই রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার তৎপরতা চালান তিনি। হিরুর নামে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নাখালপাড়া যুব কল্যাণ সংঘের মাধ্যমে সংবর্ধনা দেয়ার মূল উদ্দেশ্য নিজের প্রভাব বিস্তার করা, এমন অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী সুমন আহমেদ বলেন, হিরু সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। নিজের প্রভাব বিস্তার করতেই তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুল ছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাখালপাড়া যুব কল্যাণ সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মঞ্জুর, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, উপদেষ্টা শহিদুল্লাহ সদু, সাবেক প্রাক্তন ওয়ার্ড কমিশনার শেখ মজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন