রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও, কুঁড়িল বিশ্বরোড এবং মিরপুর গাবতলী রোডে এ দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক জানান, শুক্রবার সকালে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি বাস পেছন থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ২৫। তার পরনে ছিল ফিরোজা রংয়ের গেঞ্জি এবং কালো রংয়েরফুল প্যান্ট।
এদিকে বৃহস্পতিবার রাতে কুঁড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় ওহিদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মমিনুল্লাহ। বাড়ি শাহাপুর, লক্ষ্মীপুর।
পথচারি হান্নান জানান, ওহিদ কুঁড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মিরপুর গাবতলী রোডে খোরশেদ (২৫) নামে আরো এক যুবকের মৃত্যু হয়। তার বাবার নাম আব্দুর রহিম। তারা ৩৩ কামরাঙ্গীরচরে বসবাস করতো।
পথচারি মোদাচ্ছের রাত ১টার দিকে খোরশেদকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।