পার্থসারথী জোয়ারদার এবার চলচ্চিত্রের পর্দায় আনছেন যৌনশিক্ষা। তাঁর পরিচালিত নতুন ছবি ‘মাসুম’-এ ধরা পড়বে এক টিন এজ লাভ স্টোরি। আর এই ছবির প্রেক্ষাপটে থাকবে যৌনসচেতনা ও যৌনশিক্ষা। পরিচালক পার্থসারথী-র মতে, মাসুমের মতো ছবি বাংলায় এর আগে হয়নি। যতদূর মনে পড়ে বলিউডেও এই ধরণের কাজ হয়নি। সিনেমা এমন একটা মাধ্যম, যার সাহায্যে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়৷ তাই যৌনশিক্ষাকে সব স্তরে পৌঁছানোর জন্যই এই ছবি। তবে তা একেবারেই তথ্যচিত্র-র মতো নয়, ফিকশন স্টাইলেই তৈরি হয়েছে মাসুম।
সম্প্রতি হয়ে গেল ‘মাসুম’-এর মিউজিক রিলিজ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক-নায়িকা আকাশ ও হৃত্বিকা। হাজির ছিলেন পরিচালক পার্থসারথী জোয়ারদার, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, রূপম ইসলাম সহ ছবির গোটা টিম। ছবিতে সঙ্গীত দিয়েছেন সঞ্চয়িতা, শুভায়ন।