নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন মুশফিক

0
120
Print Friendly, PDF & Email

মিরপুর টেস্টে শ্রীলঙ্কার কাছে চারদিনেই ইনিংস ও ২৪৮ রানে হারের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম দলের ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘আমাদের বোলিং খুব একটা খারাপ হয়নি। কিন্তু বাজে ফিল্ডিং করেছি আমরা। আমাদের ব্যাটিং ছিল হতাশাজনক। আমি ব্যাটিং নিয়ে একটু চিন্তিত। এক ইনিংসে খারাপ হতে পারে তাই বলে টানা দুই ইনিংসে খারাপ খেলাটা আমি নিজেই মানতে পারছি না। আমরা নিজেরাই খেলাটাকে কঠিন করে ফেলেছি।’

তিনি আরো বলেন, ‘সহ-অধিনায়ক তামিম ইকবালের আউট বিতর্কিত। আমি মনে করি প্রত্যেকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলবেন। কিন্তু কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। কাল হাতে গোনা মাত্র নয়টি ওভার ছিল। এ পরিস্থিতে এমন একটা শট না খেললেও পারতো। তা না হলে আজ ১০ উইকেট নিয়ে খেলতে পারতাম। এসব বিষয় নিয়ে ভাবলে নিজেকে শোধরাতে পারবে।’

‘নিজেদেরই শিখতে হবে কোনো পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে। এটা কাউকে বারবার বলতে হয় না। এটা ব্যর্থতা আমাদের জন্য একটি সতর্কবার্তা। এ উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে বোলাররা উইকেট নেয়াটা খুবই কঠিন। আমাদের আউটের ধরণগুলো মনে হয় সংশোধন করা দরকার। ভুল আর প্রতিপক্ষের থেকে শিক্ষা নেওয়া আছে।’

শেয়ার করুন