জামায়ত-শিবিরের মতো যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তারা সবায় ধান্দাবাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজের ‘কৃতী ছাত্রী সবর্ধনা ও বার্ষিক ক্রীড়া উৎসব-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘৭১’র মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, যারা পাকিস্তানি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই পরাজিত শক্তি আজ আবার মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিতে জেগে উঠেছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় নতুন প্রজন্মকে উন্নত করা যাবে না। এজন্য প্রয়োজন বিশ্বমানের মৌলিক শিক্ষা ব্যবস্থার, পাশাপাশি নৈতিক মূল্যবোধের জাগরণ। তাহলে আমরা আধুনিক যুগের বিশ্বমানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো।’
শিক্ষার্থীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা অর্জন করতে হলে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘পাশের হার নিয়ে যারা অভিযোগ করেন তাদের বুঝা উচিত এ যুগের শিক্ষার্থীরা যা জানে তার সামন্যতম অংশও তারা জানতো না। সে সময় শিক্ষা পদ্ধতি ছিল সীমিত। আজ শিক্ষা পদ্ধতি অনেক বিস্তৃত। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে এটা হয়েছে। আশা করি এ ধরনের মন্তব্য করে কোমলমতি শিক্ষার্থীদের হতশাগ্রস্থ করবেন না।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পযর্ন্ত বিনামুল্যে বই দেই। দুনিয়ার কোনো দেশে এতো শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে বই বিতরণ করার নজির নেই।’
কলেজের অধ্যক্ষ রওশন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য হাজি মো.সেলিম, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ইডেন কলেজের উপাধ্যক্ষ স্বপ্না রানী দাস প্রমুখ।