গুরম্নদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সারাদেশের ন্যায় গতকাল বুধবার বিকাল ৫টার দিকে নাটোরের গুরম্নদাসপুরে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ কালো পতাকা হাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ বাংলাদেশ জামায়াত ইসলামী গুরম্নদাসপুর শাখা পৃথক ভাবে মিছিল সমাবেশ করে৷ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মিরা দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় মিছিলে এসে যোগ হয়৷ কালো পতাকা হাতে বিশাল মিছিলটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদৰিণ করে বিএনপরি অস্থায়ী কাযর্্যলয়ের সামনে এসে শেষ হয়৷ মিছিল শেষে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়৷ বিএনপির নাটোর-৪ (গুরম্নদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক এমপি এম মোজাম্মেল হক সমাবেশে উপস্থিত ছিলেন৷
এদিকে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান শাহ এর নেতৃত্বে চাঁচকৈড় পৌরশহরের এক অস্থায়ী কার্য্যালয়ে মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়৷ অপরদিকে জামায়াত ইসলামি গুরম্নদাসপুর শাখা পৃথক ভাবে চাঁচকৈড় পৌরসদরে তাদের এক অস্থায়ী কাযর্ালয় থেকে মিছিল বেরকরে বিভিন্ন সড়ক প্রদৰিণ করে৷ মিছিল শেষ তারাও সমাবেশের আয়োজন করে৷ নেতৃত্ব প্রদান করে গুরম্নদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুস সোবাহান৷
উলেস্নখ্য গুরম্নদাসপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আয়নাল হক তালুকদার ও ভাইস পদপ্রার্থী মুহাম্মদ আলী কালো পতাকা মিছিলের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারনা চালাতে দেখা গেছে৷
সমাবেশে বক্তারা এ কালো পতাকা মিছিলের মাধ্যমে অবৈধ সরকারের বিরম্নদ্ধে রম্নখে দাড়াতে ও নিদর্লীয় নিরপেৰ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেয়ার আহবান জানান৷ সেই সাথে সমাবেশে নেতাকর্মিদের মুক্তি দাবি করেন জামায়াতসহ বিএনপির নেতাকর্মিরা৷