শক্তি প্রয়োগ না করলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয় না বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের ‘তত্পরতা’ প্রসঙ্গে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের পর দেখা গেল, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু আছে ওদেরই (বিএনপি)। প্রভুদের পরামর্শেই তাঁরা নির্বাচনে আসেননি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় বেসামরিক প্রশাসন এবং বারবার উসকানি সত্ত্বেও পুলিশ যে ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) গণতন্ত্র থাকতে দেয়নি। নির্বাচনে বাধা দিয়েছিল। তারা রাক্ষুসি, গণতন্ত্রবিরোধী। রবীন্দ্রনাথের গানে বলতে চাই— দূর হোক সকল গ্লানি। আপনার (প্রধানমন্ত্রী) অভিজ্ঞতা, পরিশীলতা, সহমর্মিতা নিয়ে দেশ এগিয়ে যাবে।’