সহিংসতা ও সংঘর্ষের মধ্যে সুষ্ঠু নির্বাচন করায় কমিশন ধন্যবাদ : রাষ্ট্রপতি

0
179
Print Friendly, PDF & Email

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করায় আমি নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। স্বত:স্ফূর্তভাবে ভোট দেয়ায় দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

আজ বুধবার দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবসের বৈঠকে রাত আটটা ২০ মিনিটে রাষ্ট্রপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘২০০৮ সালে ২৯ ডিসেম্বর তারিখে জনতার ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসে। ওই সরকার ছিল মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়ে তোলার সরকার। সে সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে।’

শেয়ার করুন