দেখা হলো দুজনে কথা হলো না

0
105
Print Friendly, PDF & Email

দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা নানা ঘটনা-রটনা আর নাটকীয়তায় মানসিক দূরত্বে ছিলেন। তারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং প্রেসিডিয়াম সদস্য সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ।

নির্বাচন থেকে দূরে থাকার ঘোষণা বলবৎ করেন এরশাদ কিন্তু নির্বাচনে অংশ নিয়ে সরকারের বিরোধী দলে থাকার দৃঢ় প্রত্যয় দেখান রওশন। যদিও এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োজিত হয়ে খুশিই থাকছেন।

দশম সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম সারির বাঁ দিকের এক নম্বর আসনে বসেছিলেন রওশন এরশাদ। তার পাশেই দুই নম্বর আসনে হুসেইন মুহম্মদ এরশাদ। এবার সংসদকে কার্যকর করতে দুজনই পাশাপাশি থাকছেন।

অবশ্য সংসদ অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ যখন এরশাদের সঙ্গে করমর্দন করেন, তখন ডান পাশের এক নম্বর আসনটি দেখিয়ে ওই আসনের গুরুত্ব বুঝিয়ে দেন তিনি।

অবশ্য তখনো পর্যন্ত ওই আসনে রওশন এরশাদ এসে বসেননি। পরে দেখা গেল, ওই আসনে রওশন এরশাদ এসে বসলেন।

শেয়ার করুন