সংসদে বঙ্গবন্ধুর পাশাপাশি জিয়াকেও স্মরণ

0
85
Print Friendly, PDF & Email

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ তার ধন্যবাদ বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে স্মরণ করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও তুলে ধরেন। তবে নির্বাচনে বিএনপির অনুপস্থিতিকে তিনি দুঃখজনক বলেন।

সেই সঙ্গে তিনি সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের মন্ত্রিত্বকে ‘নতুন কনসেপ্ট’ বলে আখ্যায়িত করেন।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রওশন বলেন, ‘আমাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সরকারে মন্ত্রী থাকলেও বিরোধী দল হিসেবে হয় কীভাবে? এটা একটা নতুন কনসেপ্ট। আমরা দেখাতে চাই, আমাদের মন্ত্রী আছে ঠিকই। তবুও আমরা বিরোধী দলের ভূমিকা পালন করবো। আমরা কতটুকু সফল হবো জানি না, আন্তরিকতা ঘাটতি হবে না।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য একসঙ্গে কাজ করলে গণতন্ত্র রক্ষা করা সহজ হবে। অতীতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে বসেনি। কোনো ইস্যু নিয়ে তারা আলোচনাও করেনি। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

রওশন এরশাদ স্পিকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনি একজন পারফেক্ট লেডি। আপনার উচ্চশিক্ষা আছে। আপনি সংসদকে সঠিকভাবে এগিয়ে নিতে পারবেন।’

শেয়ার করুন