বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম সরকারকে অনুরোধ জানিয়ে বলেছেন আমরা সহিংসতা চাই না, আমরা কথা বলার অধিকার চাই। তিনি এ সময় বলেন, ‘আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা কথা বলতে পারি না। কথা বলার কারণে বিভিন্ন সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে।’
আজ বুধবার, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এক সরকার। জনগণের জন্য এই সরকার নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া এভাবে চলতে পারে না। তিনি বলেন, দেশে বেওয়ারিশ লাশের সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকা ও পল্লবী থেকেও বেওয়ারিশ লাশ উদ্ধার করা হয়েছে।
ফখরুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, এইসব হত্যাকাণ্ড কিভাবে হচ্ছে। এই সরকারের সময় ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হচ্ছে, গুলি করে বিএনপি নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। তিনি এসব হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।
মির্জা ফখরুল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে বলেন, তিন তিনবার নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে (খালেদা জিয়া) যেভাবে কথা বলছেন তা মোটেও উচিত নয়। এ সময় তিনি ইনুকে ভাষা সংযত করার অনুরোধ জানান।
সৈয়দা ইকবাল মান্দ বানুর দুদকের মামলা প্রসঙ্গে বলেন, এই সরকার বিরোধী দলকে নির্মূল করতে চায়, তারই প্রক্রিয়া হিসেবে বিরোধী দলের সঙ্গে যুক্ত কিংবা আত্মীয়দেরও হয়রানি করছে। তিনি এই বিশিষ্ট নারীর মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।
এ ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি সারা দেশে জেলা উপজেলা ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সভার ডাক দেন।