নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকাকে যদি অবৈধ বলা হয় তবে এই সরকারের সঙ্গে বিএনপির আলোচনা করতে চায় কেন? আর অবৈধ সরকারের সঙ্গে আলোচনাও তো অবৈধ হবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে অবস্থিত আনন্দশিপ ইয়ার্ডে বিআইডব্লিউটিএর জন্য নির্মিত ১৮টি হাইজ বোট ও তিনটি ড্রেজার তৈরির কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দ্যোশ্য করে বলেন, সরকারকে অবৈধ বললে কোনো আলোচনা হবে না। শুধু আওয়ামী লীগ নয়, বহির্বিশ্ব আজ বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করতে বলছে। তিনি বলেন, জমায়াতকে পরিহার করে আসুন সুষ্ঠু পরিবেশে আলোচনা করি।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নৌপরিবহন সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. মো. সামসুদ্দোহা খন্দকার, আনন্দশিপ ইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।
মন্ত্রী জানান, ১৫২ কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটিএর জন্য ১৮ টি হাইজবোট ও তিনটি ইলেট্রিক ড্রেজার নির্মাণ করছে দেশের সর্ববহৎ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠার আনন্দশিপ ইয়ার্ড।