কালো পতাকা মিছিল কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। এছাড়া ওই বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ১৯ দল শান্তিপর্ণূ কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল। এবং রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালন করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের অনুমতি দেয়নি। তাই সংঘাত এড়াতে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ছিল। কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তেজগাঁওয়ে হামলা চালিয়ে ১২ জন নেতাকর্মীকে আহত করা হয়েছে। এছাড়া আদাবর, শাহবাগ ও রামপুরায় কালো পতাকা মিছিলে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে এই কর্মসূচি পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে সাতক্ষীরায় এক ছাত্রদল নেতাকে হত্যা করেছে। চট্টগ্রামে বিএনপি নেতা জানে আলমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এছাড়া আরও বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিলে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই কর্মসূচি পালনকালে বাধা ও বিএনপি নেতাদের হত্যা, গুম ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১লা ফেব্রুয়ারি সারা দেশে জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ পালন করবে ১৯ দল। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আশা করি সরকার এতে বাধা দেবে না। বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সম্প্রতি সারা দেশে যে পরিমাণ ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন যেখানে সেখানে বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও পল্লবীতে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। বিরোধী দলকে নির্মুল করতেই এ ধরনের বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। অবিলম্বে এ বিচার বহির্ভূত হত্যা বন্ধ করার আহ্বান জানান তিনি। সারা দেশে চলমান বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিরোধী জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মির্জা আলমগীর।