জেলার কবিরহাট সরকারি কলেজমাঠে সকালের রোদ পোহানো নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ, মামুন, রায়হান, নাজিম উদ্দিন, উমর কাজী, পারভেজ, শুভ, রাহিন, ছাত্রলীগের জিহাদ, জলিল, ফয়সাল, সাদ্দাম, সজিব, শুভসহ উভয়পক্ষের ২০ জন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলামেইলকে বলেন, ‘কলেজমাঠে রোদে বসা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু বাংলামেইলকে জানান, কলেজে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় অন্তত ২০ নেতাকর্মী জখম হয়েছেন।
আহতদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ বাংলামেইলকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা লাঠির সঙ্গে কালো পতাকা লাগিয়ে কলেজে মিছিল বের করে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।