তারেক রহমানের পারিবারিক আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘তারেকের শাশুড়ির কোনো অবৈধ সম্পদ নেই। কোনো অপলাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার একমাত্র দোষ সে তারেকের শাশুড়ি।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তারেকের শাশুড়ির সম্পদ বিবরণী চেয়ে নতুন করে নোটিশ জারির আবেদন করতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন নাসিরউদ্দিন।
তিনি বলেন, ‘আমরা নতুন করে নোটিশ জারির আবেদন করেছি। দুদক আমাদের আবেদন গ্রহণ করেছে। আবেদনটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে তারা আমাদের জানাবে।’
বিষয়টি নিয়ে নাসিরউদ্দিন আরো জানান, ‘দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। তিনি বলেছেন, আইনের অবকাঠামোর মধ্যে দিয়েই সবকিছু করা হবে। আইনে কি আছে তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে।’
দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। পরে ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (রিট পিটিশন নং-৯৭৮/২০১২) দায়ের করেন ইকবাল মান্দ বানু। রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি স্থগিত করে দেন।
পরবর্তী সময়ে কমিশনের পক্ষে আপিল বিভাগের চেম্বার জজ বরাবর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (আপিল নং-৯৯১/১৩) দায়ের করা হলে হাইকোর্ট বিভাগের রায় স্থগিত করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বাংলামেইলকে বলেন, ‘আমরা এ বিষয়টি রাজনৈতিকভাবে দেখছি না। সেই সাথে এ বিষয়ে আমাদের ওপর কোনো চাপও নেই। যদি চাপ থাকতো তাহলে অনেক আগেই এই বিষয়টি উঠে আসতো।’