সরকারের পদত্যাগ দাবি সারাদেশে কালোপতাকা মিছিল

0
176
Print Friendly, PDF & Email

দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে কালোপতাকা মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। অনেক জেলায় পুলিশি বাধার মুখে পড়েছে নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলায় কলোপতাকা কর্মসূচি পালনে রাজপথে নামে নেতাকর্মীরা। পুলিশি বাধা উপেক্ষা করেই বিক্ষোভ শেষে জেলা ও উপজেলায় সমাবেশ করে নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

কুমিল্লা: দুপুরে নগরীর কান্দিরপাড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়াসহ ১৯ দলের নেতারা

শেয়ার করুন