সুশাসনের জন্য নাগরিক -সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য হয়েছেন তারা আজ সংসদে বসছেন। বলা হয়, এটা ছিল নিয়মরক্ষার নির্বাচন। এখন তাদের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রণয়নের প্রত্যাশাই করছি। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার গঠন করা জরুরি। সে জন্য সংবিধান সংশোধনের জন্য তারা আলোচনা করবেন বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, সরকারি ও বিরোধীসহ সকল দলের সংসদ সদস্যরা তাদের পদের গুরুত্ব অনুধাবন করবে এবং সে অনুযায়ী আচরণ করবেন বলে আমি আশা করি। তারা দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ব্যক্তি-দলীয় সার্থের উর্ধ্বে উঠে কাজ করবেন এমনটাই আশা করি।