সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

0
177
Print Friendly, PDF & Email

সাভারে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার ফা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন