জঙ্গি সংগঠন বিভিন্ন নামে প্রেসক্লাবে সভা-সমাবেশ করেঃ পুলিশ কমিশনার বেনজীর

0
177
Print Friendly, PDF & Email

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, সঙ্গতকারণে পুলিশ সবসময় জাতীয় প্রেসক্লাবে যায় না। জঙ্গি সংগঠন প্রেসক্লাবে সভা-সমাবেশ করে, এ তথ্য ডিএমপির কাছে আছে। ঢাকা শহরে যেকোনো সভা-সমাবেশ করতে হলে ডিএমপির অনুমতি নিতে হয়। কিন্তু প্রেসক্লাবে সভা-সমাবেশ করার জন্য কেউ অনুমতি নেয় না। এমনকী প্রেসক্লাবের কর্তৃপড়্গ জানেন না কারা সেখানে সভা-সমাবেশ করেন। অনেক জঙ্গি সংগঠন বিভিন্ন নাম দিয়ে সেখানে সভা-সমাবেশ করে।

মঙ্গলবার রাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে বেনজীর আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘মুখোমুখি বেনজীর আহমেদ’।

বিএনপিদলীয় কার্যালয়ের সামনে আবারও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রড়্গাকারীবাহিনী লড়্গ করা যাচ্ছে। এজন্য বিএনপি নেতাকর্মীরা ভয় পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী আবারও কি কোনো অপারেশনে যাচ্ছে- উপস্থাপকের এ কথার সূত্র ধরে বেনজীর আহমেদ বলেন, এটি আমাদের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমের একটি রম্নটিন মাত্র। যখন কেউ ফৌজদারি অপরাধ করবে তখনি আমরা তার বিরম্নদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক··· পুলিশ বলেছে বালির ট্রাকগুলো অচল··· অথচ বিদেশি কূটনৈতিকদের আগমনে অচল ট্রাক সচল হয়েছে··· এই বালির ট্রাকগুলো এখনো রহস্যময় বলে মনে হয়- উপস্থাপক এমন কথা তুললে ডিএমপি কমিশনার বলেন, আপাতত এটি রহস্যময় অবস্থায়ই থাক, এটি নিয়ে পরে কথা হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে বেশিরভাগ শপিংমলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এ কারণে গাড়ি রাস্তôার ওপরে পার্কিং করে রাখা হয়। এজন্য আমরা লাখ লাখ মামলা করেছি। তবে মামলাই একমাত্র সমাধান নয়। প্রত্যেকটি বাড়ি ও শপিংমলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। মালিকপড়্গরা যদি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না করেন, তাহলে তাদেরকে বাধ্য করতে হবে।

শেয়ার করুন