স্ত্রীর সঙ্গে জুটি বাঁধছেন মোশাররফ

0
127
Print Friendly, PDF & Email

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম অনেকটা মিডিয়ার আড়ালেই থাকতেন। তবে এর ব্যত্যয় ঘটতে থাকে কিছুদিন আগে থেকে। আড়াল থেকে মিডিয়ার আলোয় ধরা দেন জুঁই করিম।

সংখ্যায় কম হলেও মোশাররফ করিম অভিনীত নাটকগুলোতেই তাকে বেশি দেখা যায়। সেই ধারাবাহিকতায় আবারও ক্যামেরার ফ্রেমে ধরা পড়লেন এই তারকা দম্পতি। কৃষিবিদ রফিকুল ইসলামের রচনা ও বিইউ শুভর পরিচালনায় নাটকটির নাম ‘প্রপস’। নাটকটির শুটিং হয়েছে নেপালে। নাটকটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

এই দম্পতি প্রথম একসঙ্গে অভিনয় করেন নাসির আল মনিরের পরিচালনায় ‘সিমিলার টু’ নাটকে। সর্বশেষ তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন রাজীব রসূলের ‘গেট’ নাটকে।

এদিকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। এছাড়া তিনি ‘জালালের পিতাগণ’ ও ‘পাঁঠার ভাই বদরুদ্দিন’ নামের দুটি নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন। এদিকে জুঁই করিম সোমবার থেকে এমআর মিজানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নগর আলো’র কাজ শুরু করেছেন।

শেয়ার করুন