শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে তিন প্রতিষ্ঠান

0
203
Print Friendly, PDF & Email

শিগগিরই তিনটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইডিএলসি ইনভেস্টেমেন্টের হাত ধরে কোম্পানি তিনটি আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, আইডিএলসির হাতে থাকা কোম্পানিগুলো হলো ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ড্রাসটিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং তুসিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড আসছে বুক বিল্ডিং এর মাধ্যমে।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড দশ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকার জন্য আবেদন করেছে। বিএসইসি অনুমোদন দিলে দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে কোম্পানিটি ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।

অন্যদিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৪৮ টাকার জন্য আবেদন পত্র জমা দিয়েছে। এ কোম্পানিটি চার কোটি ৫৪ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২১৭ কোটি ৯২ লাখ টাকা সংগ্রহ করবে।

দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে কোম্পানিটি ৭৩ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে তুসিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এ জন্য কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকার জন্য আবেদন করেছে। বিএসইসি অনুমোদন দিলে কোম্পানিগুলো বাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহের কার্যক্রম শুরু করবে।

এ প্রসঙ্গে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমরা বিএসইসিতে তিনিটি প্রতিষ্ঠানের আইপিও’র প্রোসপেক্টাস জমা দিয়েছি। এর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটের কাজ শেষ। এখন কমিশনের আনুমোদন পেলে কোম্পানিগুলো বাজার থেকে টাকা তুলতে পারবে।’

শেয়ার করুন