স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বি মিয়া ও সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের নবম তলায় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ালীগের সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক হয়।
বৈঠকে আওয়ামী লীগের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।