দুদককে আনুষ্ঠানিক হলফনামা দিতে চায় না ইসি

0
92
Print Friendly, PDF & Email

দুদকের অনুরোধের পর ছয় মন্ত্রী-এমপির হলফনামার তথ্য পাঠানোর প্রস্তুতি নিলেও তা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা জায়, কমিশনের কাছে দশম সংসদ নির্বাচনে প্রার্থিদের জমা দেওয়া হলফনামার মূল কপি না থাকায় দুদককে তা দেওয়া সম্ভব হচ্ছে না। যা রিটার্নিং কর্মকর্তার কাছে সংরক্ষিত। তাই কমিশন আনুষ্ঠানিকভাবে কোনও ফটোকপি অন্য কোন কর্তৃপক্ষকে দিতে চাচ্ছে না।

ইসির আইন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু কমিশনে প্রার্থীদের হলফনামার মূল কপি নেই। তাই সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কাছ থেকেই তা সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার দুদকের চাহিদা মোতাবেক হলফনামা পাঠানোর প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত স্থগিত করে ইসি সচিবালয়।

বর্তমানে হলফনামার মূল সার্টিফাইড কপি নির্বাচন কমিশনে সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের জন্য দুর্নীতি দমন কমিশনকে পরামর্শ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

দুদকের অনুসন্ধান কর্মকর্তারা সিইসির কাছে চিঠির মাধ্যমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহুবুর রহমান, সংসদ সদস্য আসলামুল হক, আব্দুর রহমান বদি ও এম এ জাব্বারের সম্পদের খোঁজে হলফনামা দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু বিষয়টি এখনো কমিশন বৈঠকে আলোচনা না হওয়ায় নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও নির্বাচন কমিশনার আবু হাফিজ কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। মঙ্গলবার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে ইসি সচিব ড. সাদিক বলেন, নির্বাচন কমিশন হলফনামা দুদকে পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসি সচিবালয় কমিশনের সিদ্ধান্তের অক্ষোয় আছে।

শেয়ার করুন