ভারতে সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি খারি করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এতে করে ভারতে সমকামিতা অপরাধ, আগের এ রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।
আনন্দবাজার পত্রিকা জানায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সমকামিতা সংক্রান্ত ৩৭৭ নম্বর ধারা নিয়ে সুপ্রিমকোর্টের পূর্ববর্তী রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
সেসময় দেশটির কেন্দ্রীয় সরকার এরায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে। তবে মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি এইচ এল দাত্তু ও এস জে মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
ভারতের সংবিধানের ৩৭৭ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি স্ব-ইচ্ছায়কোনো পুরুষ,মহিলা বা পশুর সাথে প্রকৃতির নিয়মবিরুদ্ধ যৌন ক্রিয়ায়লিপ্ত হলে তা শাস্তিযোগ্য অপরাধ।
দিল্লি হাইকোর্ট এক রায়ে এই ধারাটিকে অসাংবিধানিক বলেছিল। এর পরে সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের সেই রায় বাতিল করে ৩৭৭ নম্বর ধারাকে সংবিধান সম্মত বলে। সেইসাথে এ সম্পর্কে কোনো নতুন আইন প্রণয়নে দেশটির আইনসভার অধিকার রয়েছে বলে জানায়সুপ্রিম কোর্ট।
গেল বছরের এই রায়ের পরে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। পরে রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন করে।
জি নিউজ জানায়, ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল, ভারতীয় দণ্ডবিধির এই ধারাটি বৈষ্যমমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী।
দিল্লি হাইকোর্টের ওই রায়ের সুবাদেই সমকামী এবং লিঙ্গ রূপান্তরকামীরা তাদের অধিকার অর্জনের পথে এগিয়ে ছিলেন বলে দাবি করতেন।
তবে সুপ্রিমকোর্টের মঙ্গলবারের এ রায়ের বিরুদ্ধে সমকামী এবং তাদের সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।