উপজেলা নির্বাচনে হেফাজত প্রার্থী দেয়নি’

0
112
Print Friendly, PDF & Email

উপজেলা নির্বাচনে হেফাজতে ইসলাম কোনো প্রার্থী দেয়নি বলে জানিয়েছেন সংগঠনটির আমির ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী।’উপজেলা নির্বাচনে হেফাজত প্রার্থী দেয়নি’
হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। ফাইল ছবি

মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, “হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক ঈমান-আক্বিদা ভিত্তিক একটি আধ্যাত্মিক সংগঠন। মুসলমানদের ঈমান-আক্বিদার সুরক্ষা এবং ইসলামের বিরুদ্ধে নাস্তিক্যবাদসহ ষড়যন্ত্রকারীদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে হেফাজতে ইসলাম ব্যাপক জনমত গঠন করে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি দিয়ে থাকে।”

এতে আরো বলা হয়, “এর বাইরে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সাথে হেফাজতে ইসলাম কখনো জড়িত ছিল না এবং ভবিষ্যতেও জড়িত হবে না। সুতরাং আসন্ন উপজেলা নির্বাচনে হেফাজতে ইসলাম প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, তাতে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।”

সম্প্রতি কয়েকটি গণমাধ্যম হেফাজতে ইসলাম আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছে বলে যে সংবাদ প্রচার করছে, তার বাস্তবিক কোনো ভিত্তি নেই এবং কেউ এ ধরণের দাবি করে থাকলে, সেটাও বিভ্রান্তিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “হেফাজতে ইসলাম অরাজনৈতিক অবস্থান থেকে শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রচার-প্রসার এবং ঈমান-আক্বিদার সুরক্ষায় কাজ করে যাবে।

শেয়ার করুন