সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকড

0
81
Print Friendly, PDF & Email

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকড্ হয়েছে। মঙ্গলবার রাতে ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে পড়ে।

রাত ৯টা ২০ মিনিটে দেশের সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে প্রবেশ করলে ‘Indian Hackers Online Squad’ শীর্ষক একটি ব্যানার সাইট স্ক্রিনে ভেসে থাকতে দেখা যায়। নিচে একটি বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘YOUR SITE GOT DEFACED BY Bl@Ck Dr@GoN’।

হ্যাকারদের দাবি তারা ভারতীয়।

রাত সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তখনও তারা এ বিষয়ে জানেন না জানিয়ে বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।’

শেয়ার করুন