অনুমতির তোয়াক্কা করে না বিএনপি

0
112
Print Friendly, PDF & Email

অনুমতি না দিলেও ১৯ দলীয় জোট কালোপতাকা মিছিল করবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তবে তিনি আশা প্রকাশ করেন, ‘সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়া হবে।’

রিপন বলেন, ‘সাধারণত এই সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানের অনুমতি পেয়ে থাকি। কিন্তু আজ সন্ধ্যা ৬টা বেজে গেছে। এখনও পর্যন্ত পাইনি। আমাদের প্রস্তুতির বিষয় রয়েছে। তাই আগে থেকেই বলে রাখছি- সরকার যদি আমাদের কালোপতাকা মিছিলের অনুমতি না দেয় তবে জেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ে ১৯ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকরা কালোপতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে।’

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করেছে মন্তব্য করে রিপন বলেন, ‘দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের দলীয় কার্যালয় মাঝেমধ্যেই অবরুদ্ধ করে রাখা হয়। আজো সেই বৈরী পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।’

একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়ে যে বিচারক রায় দিয়েছেন সেই বিচারককে সরকার হয়রানি করছে বলে অভিযোগ করেন রিপন। সরকারের কারণে ওই বিচারক পালিয়ে বিদেশ চলে গেছে। একই সঙ্গে তারেক রহমানের শাশুড়িকেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পদাক খায়রুল কবীর খোকন, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ছাত্রদলের মো. নাজমুল হাসান, আব্দুস সাত্তার, সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন