আগামীকাল ১৯ দলীয় জোটের বিক্ষোভ ও কালো পতাকা মিছিলে বাধা দেয়া হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। পাশাপাশি কালো পতাকা কর্মসূচিতে বাধা দেয়া হলে মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কালোপতাকা প্রদর্শন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ড. আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, এখন ১৯ দলীয় জোটের বিক্ষোভ ও কালো পতাকার মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সরকারকে আমরা বলতে চাই, যদি কোন কারণে আমাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়, তাহলে জেলায় জেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে এবং ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা মিছিল করা হবে। আর সরকার এই কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করলে তার পরিনতি হবে আরো ভয়াবহ।
তিনি বলেন, গত ৫ জানুয়ারি একটি প্রসহনমূলক নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে একটি অবৈধ সরকার। এ নির্বাচন ও সংসদকে যতই আইনিভাবে বৈধ বলা হোক না কেন, এ সংসদ হচ্ছে একটি অবৈধ সংসদ। কারণ এ সংসদে জনগণের মৌলিক অধিকার ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।
তিনি অভিযোগ করেন, সরকার অধিকাংশ সময় বিএনপির কার্যালয় অবরোধ করে রাখার চেষ্টা করে এবং অধিকাংশ সময় বিএনপির অফিস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রাখে।
বিএনপির এ নেতা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই, আমারা সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চাই না। কিন্তু সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিএনপির নেতা আজহারুল ইসলাম বন্দুক যুদ্ধে নিহত হয়েছে- সংবাদপত্রে প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, আজহারুল ইসলামকে সরকার কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে। কিন্তু সংবাদ এর বিপরীত সংবাদ প্রকাশ করেছে। তাহলে কি গণমাধ্যম সরকার দ্বারা নিয়ন্ত্রিত ?
তারেক রহমানের শ্বাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করা প্রসঙ্গে রিপন বলেন, তিনি একজন সমাজসেবী, দীর্ঘদিন ধরে সেবামূলক কর্মকান্ড করে আসছেন। কিন্তু তিনি তারেক রহমানের শ্বাশুড়ি হওয়ায় দুদক তাকে হয়রানী করছে। দুদক সরকারর আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দাবি করেছে তার সঙ্গে বিএনপি একমত পোষণ করছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, যারা দূর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে বটবৃক্ষ হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান এবং লুটপাটকৃত সম্পদ উদ্ধার করে সরকারী কোষাগারে জামা দেয়ার দাবি জানান।