কোনো অপহরণের ঘটনায় মুক্তিপণ দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার, প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাজ্য।
ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, বিদেশিদের অপরহরণ করে বিনিময়ে মুক্তিপণ আদায় করা-আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর অর্থায়নের বড় উৎস। এক হিসেবে দেখিয়ে তিনি বলেন, গত সাড়ে তিন বছরে, কমপক্ষে সাড়ে দশ কোটি ডলার মুক্তিপণ আদায় করেছে জঙ্গিরা।
বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে দস্যু ও জঙ্গিদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগ রয়েছে। এসবের বিরুদ্ধে অবস্থান নিতেই, মুক্তিপণ বিরোধী প্রস্তাব পাস করলো নিরাপত্তা পরিষদ। তবে, এর কোনো আইনি আইনি বাধ্যবাধকতা নেই।